খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি: তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছেন বিএনপি নেতারা। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, চিকিৎসকরা বলছেন তিনি সুস্থ আছেন কিন্তু নেতারা বলছেন অসুস্থ।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। বলেন, মনে হচ্ছে বিএনপি নেতারা চিকিৎসাবিদ্যায় এফআরসিএস করেছে।এ সময় মন্ত্রী বলেন, চট্টগ্রামে তারুণ্যের সমাবেশের মাধ্যমে জামালখানে জাতির জনক, সূর্যসেনসহ স্বাধীনতা সংগ্রামে যারা অবদান রেখেছেন তাদের ম্যুরাল-ছবি ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ৬ মার্কিন কংগ্রেস ম্যানের চিঠিতে কিছু যায় আসে না সরকারের; এটা গুরুত্বহীন বলেও জানান তিনি।