মাদারীপুরে পদ্মা সেতুর এক বছর পূর্তি উদযাপন

0
4

পদ্মা সেতু উদ্বোধনের বর্ষপূর্তি উপলক্ষে জেলায় আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে শুধু মাদারীপুর জেলাই নয়, পুরো দক্ষিণাঞ্চলের যাতায়াতে এক বৈপ্লবিক পরিবর্তণ এনেছে। এছাড়া রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্নখাতের পরিবর্তণ আসায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন ২১ জেলার মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিনসহ অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here