ঈদের পাঁচ দিন ছুটিতে বাড়ি ফিরছেন

ঈদুল আজহার আগে শেষ কর্মদিবস ছিল আজ সোমবার (২৬ জুন)। কাল মঙ্গলবার (২৭ জুন) থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার সরকারি ছুটি। ছুটি শেষে সরকারি কর্মচারীরা কর্মক্ষেত্রে ফিরবেন আগামী ২ জুলাই রবিবার। মোট পাঁচ দিনের ছুটিতে যাবেন সরকারি চাকরিজীবীরা।
ঈদের ছুটি। পরদিন ১ জুলাই (শনিবার) থাকবে সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও এই পাঁচ দিন বন্ধ থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার নির্ধারিত সরকারি ছুটি ছিল। তবে এই ছুটি একদিন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ কারণে ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে
ঈদের আগে সাধারণত একদিন ছুটি থাকে। একদিন ছুটি থাকলে সবাই একসঙ্গে রওনা করে। গত ঈদে আমরা একদিন বাড়তি ছুটি দিয়েছিলাম, দেখেছি ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক থাকে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যাতে সবাই সুন্দরভাবে বাড়ি যেতে পারেন। সেজন্য সবাইকে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন।ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বশেষ গত ঈদুল ফিতরে একদিন ছুটি বাড়ানোর অনুমোদন দেয় মন্ত্রিসভা। রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করা হয়। সে অনুযায়ী ২১, ২২ ও ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) ঈদের ছুটি ছিল। তার আগে ১৯ এপ্রিল (বুধবার) ছিল শবে কদরের ছুটি। মাঝে ২০ তারিখ ছুটি ঘোষণা করায় ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।