রাজধানী ঢাকার পর এবার নামল বন্দরনগরী চট্টগ্রামে ও এখন শান্তির পরশ নিয়ে এলো রাতে টিপ টিপ বৃষ্টি। তীব্র গরমে হাহাকার চারদিক।সকালে কোরবাণীর পর এক পশলা বৃষ্টির জন্য আকাশের পানে তাকিয়ে ছিলেন সবাই ।অবশেষে বৃহস্পতিবার (২৯ জুন) রাত ১০টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রামের আকাশ থেকে নামল বৃষ্টি ‘আহা! স্বস্তির বৃষ্টি, শান্তির বৃষ্টি । তবে বৃষ্টির স্থায়িত্ব নগরের একেক স্থানে একেক রকম ছিল। কী পরিমাণ বৃষ্টি হয়েছে তা আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়নি।এদিকে নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা বৃষ্টির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ কেউ স্রষ্টার নিকট কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। আল্লাহ সারাদেশে আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করুন।’
মেঘলা আকাশে রিমঝিম এ ঝিরি ঝিরি বৃষ্টিতে ভেজার আনন্দে সকল ক্লান্তি ভুলে গেয়ে উঠুক মন- এসো নীপবনে ছায়াবিথী তলে/এসো করো স্নান নবধারা জলে…
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কক্সবাজার ও চট্টগ্রামে আকাশ অস্থায়ীভাবে হালকা মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।