মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশে আজ সন্ধ্যা রাতেই লক্ষীপুর জেলার পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গরুর মালিক দুদু মিয়া এবং করাতিরহাট গ্রামবাসীর সঙ্গে কথা বলেছেন এবং গর্ভবতী গাভীর হত্যার বিস্তরিত জেনেছেন। পুর্নাঙ্গ তদন্ত করে দোষী ব্যক্তিকে শনাক্ত করে শাস্তির আওতায় দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন পুলিশ সুপার। দ্রুত সাড়া দেওয়ার জন্য কৃতজ্ঞতা চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব নুরেআলম মিনা’র প্রতি। ধন্যবাদ লক্ষীপুর পুলিশ প্রশাসন। আস্থা রাখছি, নরপশুরা কঠিন শাস্তির আওতায় আসবে।
ঘটনা পোস্ট – এজাজ মাহমুদ সাংবাদিক লেখক
আমরা নাকি মানুষ,সৃষ্টির সেরা!!
আল্লাহর নামে জবাই করা কোরবানির পশু নয়, বোবা-নিরীহ প্রাণীর প্রতি ‘সৃষ্টির সেরা জীব’ মানুষের নির্মম বলি। পেটে বাছুর থাকা জীবন্ত গাভীর সারা শরীর কোপানো। রাতের আধারে মালিকের বাড়ি থেকে চুরি করে নিয়ে গিয়ে এমনভাবে কুপিয়ে ফেলে যায় দুষ্কৃতিকারীরা। মৃত মা গাভীর কাটা পেটে বাছুরের প্রাণহীন দেহ। সীমা ছাড়িয়ে যাওয়া নিষ্ঠুরতা। লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের করাতিরহাট গ্রামে গত ২ জুলাইয়ের ঘটনা । ফেসবুকে ভাসা ছবির দেখে নিজেকে কোনভাবেই স্থির রাখতে পারছি না, যখন স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে ফোন যোগােযােগে নিশ্চিত হই ঘটনার সত্যতা। কে বা কারা এবং কেন এমন নিষ্ঠুরতা, তা এখনও জানা যায়নি। এরা কি মানুষ, আশরাফুল মাখলুকাত! নিজেকেই এখন মানুষ ভাবতে ঘৃণা হচ্ছে। সহ্যহারা হয়ে জানিয়েছি, আইন-শৃংখলার বিভাগীয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে। মন কেঁদেছে প্রধান কর্তারও, কঠোর ব্যবস্থার বার্তা পাঠিয়েছেন-ভরসা রাখছি। সে সঙ্গে লক্ষ্মীপুর অঞ্চলের গণমাধ্যম কর্মী, পরিবেশবাদী, মানবিক কর্মীরা এমন নিষ্টুরতা বিরুদ্ধে সোচ্চার হবেন সে প্রত্যাশাও করছি। বডড জেদ হচ্ছে অমানুষগুলোর মুখোমুখি হওয়ার।