বালুখালী রোহিঙ্গা শিবিরে দুষ্কৃতকারীদের দুই পক্ষের গোলাগুলিতে ৫ জন নিহত ও গোলাগুলিতে আরো কয়েকজন রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন বলে জানা ক্যাম্পসূত্রে।
এ গোলাগুলি হয়েছে বলে জানান উখিয়া থানা পুলিশ। সকাল ৬টার দিকে ক্যাম্পে রোহিঙ্গা দুষ্কৃতকারীদের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এতে আহত হন অনেকে। তাদের উদ্ধার করে ক্যাম্পস্থ এনজিও হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরো দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৮ এপিবিএন’র অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের পর বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।