চট্টগ্রাম জেলা পরিষদের ভবনে ঐতিহ্য কর্ণার স্থাপনের পরিকল্পনা

চট্টগ্রাম জেলা পরিষদের ভবনে চট্টগ্রামের ঐতিহ্য কর্ণার স্থাপনের নিমিত্তে গঠিত কমিটির সভা ৮ জুলাই বিশিষ্ট সমাজ বিজ্ঞানী প্রফেসর ড.অনুপম সেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব এটিএম পেয়ারুল ইসলাম মহোদয়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন – বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শিরিন আখতার, সাবেক মুখ্য সচিব আবদুল করিম, সুফী মিজান, জাতীয় গ্রন্থ কেন্দ্রের মহা পরিচালক মিনার মনসুর, আহমেদ ইকবাল হায়দার, স্থপতি আশিক ইমরান, প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম সহ বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও গুনীজনরা। সভায় ৮০০০ বর্গফুট জায়গায় এই ঐতিহ্য কর্ণার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়।