বাাড়লো কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষেধাজ্ঞার সময়

 

রোববার (১৬ জুলাই)  রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে এ সিদ্ধান্ত এ

জানা গেছে, রাঙামাটির কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞাকালীন সময়ে পানি পর্যাপ্ত পরিমাণ না বাড়ায় করণীয় নির্ধারণে বৈঠক ডাকে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটি। ২০ এপ্রিল থেকে ১৯ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধের পর ২০ জুলাই থেকে স্বাভাবিক নিয়মে আহরণ শুরু হওয়ার কথা। তবে হ্রদের পানি পর্যাপ্ত না বাড়ায় ও মাছের পোনার সুষম বৃদ্ধির লক্ষ্যে নিষেধাজ্ঞার সময় আরও এক মাস বাড়িয়ে ১৯ আগস্ট পর্যন্ত করা হয়েছে। তবে এই সময়েও যদি পর্যাপ্ত পানি না বাড়ে সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধের নির্ধারিত তিন মাস সময়ের মধ্যেও হ্রদে পর্যাপ্ত পরিমাণ পানি না বাড়ায় নিষেধাজ্ঞার সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে। বর্ধিত সময়ের মধ্যেও যদি পানি না বাড়ে সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত নেবে হ্রদ ব্যবস্থাপনা কমিটি। বর্ধিত এক মাস সময়েও বিগত তিন মাসের মতো হ্রদে মাছ ধরা, বাজারজাতকরণ বন্ধ থাকবে।