চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।গত কদিনে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ট বর্ষণের সাথেই চলা অসহনীয় উচ্চ তাপমাত্রা কমে আসছে। মঙ্গলবার ভাদ্রের প্রথম সপ্তাহ পার হতেই বর্ষার মৌসুমী বায়ু বাংলাদেশের উপর আবারও সক্রিয় হয়ে উঠেছে। উত্তর বঙ্গোপসাগরে মেঘমালার বিস্তার ও মৌসুমী বায়ু সক্রিয়। এর ফলে সারা দেশে তৈরি হয়েছে মেঘ-বৃষ্টি-বাদল, বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার ঘনঘটা। ভাদ্র মাস পর্যন্ত ‘স্বাভাবিক’ মেঘলা আবহাওয়া, বর্ষা-বাদলের এই ঘনঘটা বিরাজমান থাকে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামসহ দেশের অধিকাংশ জেলা-উপজেলায় ঝিরি ঝিরি থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বর্ষণ হয়েছে। আজ থেকে সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়। আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে রেকর্ড অতি ভারী বৃষ্টিপাত, যা ২৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপে ৮০ মি.মি. ভারী বর্ষণসহ, মহানগরীতে ২ মি.মি., ফেনীতে ৫৭ মি.মি., হাতিয়ায় ২৭ মি.মি., রাঙ্গামটিতে ১৯ মি.মি.সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাভেদে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামসহ উক্ত চারটি বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে । যার কারণ মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠা। অতি ভারী বর্ষণ হলে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা ও ঝুঁকি তৈরি হতে পারে। তাছাড়া চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক ভয়া পাহাড়ি ঢল-বন্যা, পাহাড় ধসের ধকল ও ক্ষত এখনো কাটেনি।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ৫ দিনে আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম অঞ্চলের জন্য বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে পতেঙ্গা প্রধান আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ^জিত চৌধুরী জানান, বন্দরনগরীসহ চট্টগ্রাম অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত-বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সর্বশেষ পুর্বাভাসে জানিয়েছে। আজ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে ও বিভাগের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকে।