০৩ অক্টোবর শনিবার নগরীর কালুরঘাটে মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেড ও বিএসপি ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের ৭টি ব্র্যান্ডকে ৪৩ লাখ টাকা জরিমানা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। একইসঙ্গে ধ্বংস করা হয়েছে মেরিডিয়ানের ৫ হাজার কেজি নুডুলস ও বিএসপি’র ২ হাজার কেজি ঘি। এ অভিযানে
বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের উর্দ্ধতন পরীক্ষক (মেট) মামুনুর রহমান জানান, কালুরঘাটস্থ মেরিডিয়ান ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটি সস পণ্যের ও সফট ড্রিংক পাউডারের ১টি ব্রান্ড এবং নুডুলসের ২টি ব্রান্ডকে সিএম লাইসেন্স না থাকায় বিএসটিআই আইনে ১ লাখ টাকা ও মোড়কজাতকরণ আইনে ১ লাখ টাকা এবং বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ কালার ও ফ্লেভার ব্যবহার করায় নিরাপদ খাদ্য আইনে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ৫ হাজার কেজি নুডুলস ধ্বংস করা হয়।
তিনি আরো জানান, একই অভিযানে কালুরঘাটস্থ বিএসপি ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ভেজিটেবল ঘি, নুডুলসের ২টা ব্রান্ড ও সসের ০২টা ব্রান্ডকে বিএসটিআই লাইসেন্সবিহীন ভাবে উৎপাদন করায় ১ লাখ টাকা ও বিভিন্ন ফ্লেভার মেয়াদ উত্তীর্ণ পাওয়ায় নিরাপদ খাদ্য আইনে ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং তাদের ২ হাজার কেজি ঘি ধ্বংস করা হয়।