খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রা

ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ‘জন্মাষ্টমী’ উপলক্ষে খাগড়াছড়িতে  আজ এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে।
বুধবার সকালে লক্ষীনারায়ন মন্দির প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিন করে।
এ সময় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান,পুলিশ সুপার মুক্তা ধর, পৌরসভার মেয়র  নির্মলেন্দু চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান শানে আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি আশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।