ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

 

আব্দুল কাদের জিলানী ঠাকুরগাঁও প্রতনিধি:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে বাজারু  নামে এক কৃষকের মৃত্যু হয়। শনিবার  উপজেলার সিন্দাগড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাজারু ওই গ্রামের সুপেন চন্দ্র রায়ের ছেলে। 

পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, শনিবার দুপুরে বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে মাঠে যায়। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় বাজারু। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।