ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত

চট্টগ্রামে হাঁসফাঁস জনজীবন,তীব্র গরমে ঘর থেকে বের হলেই পড়তে হচ্ছে অস্বস্তিতে।আকাশ কালো মেঘে ঢেকে থাকা সাদা মেঘের লুকোচুরিতে সূর্যের তাপে প্রখর
উত্তাপ।গত কয়েকদিনে সামান্য বৃষ্ঠি যেন অতিরিক্ত সূর্যের প্রখরতা, ভ্যাপসা তীব্র গরমে চারদিকে হাঁসফাঁস।বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জেলার কোথাও কোথাও বৃষ্টির হয়েছে। গত কয়েকদিনে স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেড়েছে কয়েকগুণ। এতে হাঁসফাঁস করছিল মানুষ।এই গরমে শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ছে। গত কয়দিন যে গরম আর রোদ ছিল তাতে বৃষ্টিটা দরকার ।
সূর্যের প্রখরতা, বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে গরম অনুভূত হচ্ছে জনজীবনে। খেটে খাওয়া মানুষ কাজের ফাঁকে গাছের নিচে ও ঠাণ্ডা স্থানে বসে বিশ্রাম নিচ্ছেন। গরমের কারণে মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কম বের হচ্ছেন।খরতাপ আর ভ্যাপসা গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর চাপ।প্রচণ্ড দাবদাহে চট্টগ্রাম জ্বর সর্দিকাশি, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ নানা রোগীর সংখ্যা দ্বিগুণে।