কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে,খুলে দেওয়া হলো ১৬টি গেইট

কয়েকদিনের অতি বৃষ্টি ও উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই লেকের পানি দিন দিন বৃদ্ধ পাচ্ছে।  তাতে রাঙামাটির কাপ্তাই লেকে পানি বৃদ্ধির ফলে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) ১৬টি গেটে ৬ ইঞ্চি করে পানি নিষ্কাশন শুরু হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।

গত শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কপাবিকের ১৬টি গেট একযোগে খুলে দেওয়া হয়েছে বলে জানা যায়।বিদ্যুৎ কেন্দ্রের গণবিজ্ঞপ্তি সূত্রে আরোও জানা যায়, কেন্দ্রের ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ড আরোও ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। প্রসঙ্গত, রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রে ৫টি ইউনিট হতে সর্বমোট ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়।এখন ভারী বৃষ্টি হবার কথা না থাকলেও বৃষ্টি হচ্ছে। তবে লেকে পানি বৃদ্ধি পেলেও কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়নি বলেও সূত্র জানায়।