ভ্যাপসা গরমে ফের তুঙ্গে উঠবে অস্বস্তি

নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত
অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে গরমে কষ্ট পাচ্ছে রাজধানী ও চট্রগ্রাম সহ দেশের বেশিরভাগ অঞ্চলের মানুষ।সকাল থেকেও যথারীতি আকাশ মেঘলা, অব্যাহত রয়েছে গরমের কষ্ট।। এ আশ্বিনে ভাদ্রের গরমের মতো কার্যত গলদঘর্ম অবস্থা। তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে এবার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমের মাত্রা যেন একটু বেশি অনুভূত হচ্ছে। ফলে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ট হওয়ার জোগাড়। তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে অস্বস্তিতে পড়েছে সারাদেশ। ঘরে বাইরে সবখানেই বিরাজ করে অস্বস্তিকর পরিস্থিতি। নতুন করে তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। এমন অবস্থায় হিটস্ট্রোক ও পানিবাহিত রোগের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।(২৩ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়া সূত্রে ভারী বর্ষণের সতর্কবাণীতে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তিন বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (৮৯ মি.মি. বা তারও বেশি) বর্ষণ হতে পারে।