নারায়ণগঞ্জে সমাবেশ মিছিলের জনসমুদ্র

নারায়ণগঞ্জে ‘বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ স্লোগানে সমাবেশে যোগদিতে  শনিবার বেলা দইটার আগেই সমাবেশস্থল পরিণত হয় জনসমুদ্রে। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতদূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষের উপস্থিতি দেখা গেছে। বিকেল চারটায় নগরে দুই নম্বর রেল গেট এলাকায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। বিকেল চারটা ৪০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দিতে শুরু করেন, তখনও শেষ হয়নি মিছিলের স্রোত। শহরের বিভিন্ন স্থান ততক্ষণে লোকে লোকারণ্য।এতে  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনা শুধু আমাদের নেতা নন। শেখ হাসিনা বিশ্ব নেতা, সারা বিশ্বে তার প্রশংসা।  আমাদের দেশ আজ চালে স্বয়ংসম্পূর্ণ। ফলে অনেক ক্রাইসিস আমরা মোকাবিলা করতে পারি। বঙ্গবন্ধুর আমলে জাহাজ ঘুরিয়ে দিয়ে কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়েছিল। আজ আমরা সব দিকে স্বয়ংসম্পূর্ণ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশ বটমলেস বাস্কেট। আজ সে দেশের প্রেসিডেন্ট বলেন, যদি উন্নত হতে চাও বাংলাদেশকে অনুসরণ করো।

নারায়ণগঞ্জে ‘বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ স্লোগানে সমাবেশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

নারায়ণগঞ্জের মানুষ সব সময় আওয়ামী লীগকে ভালোবাসে। শামীম ওসমানের পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তার সন্তানরা আজ নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সামনে নির্বাচন। এ নারায়ণগঞ্জে পাঁচ জন এমপি। সবাই আমার প্রিয় ব্যক্তিত্ব। আজ শামীমের ডাকে আপনারা যেভাবে এসেছেন, এখানে লাখো জনতার ঢল নেমেছে।

।  এ সময় জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ২১ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল; আমাদের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখুন, তিনিই আমাদের স্বপ্ন। অক্টোবর নাগাদ ওরা মানচিত্রে থাবা দেবে; ক্ষমতায় আসার জন্য নয়, বাংলাদেশকে ধ্বংস করার জন্য ওরা এটা করবে।

যারা বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করতে চায়, তাদের বলতে চাই—আমরা কারও পায়ে ভর দিয়ে দাঁড়াইনি। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে।

তিনি আরও বলেন, আজ নারায়ণগঞ্জে জনতার সমুদ্র উপচে পড়েছে। আগামীতে মুন্সিগঞ্জ পরেরদিন সুনামগঞ্জ, হবিগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ পেরিয়ে আওয়ামী জনতার জনসমুদ্র উপচে পড়বে রংপুর, দিনাজপুর, শেরপুর, মেহেরপুর, জামালপুর, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, চাঁদপুর, লক্ষীপুর থেকে পিরোজপুর। নাটোর থেকে পঞ্চগড়, দিনাজপুর থেকে লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও। যশোর, সাতক্ষীরা, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ির পাহাড় পর্বতেসহ সমগ্র দেশের গ্রাম-গঞ্জ ছাপিয়ে প্রতিটি জেলা উপজেলার সবজায়গাতে স্লোগান উঠবে ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’।