সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে বাংলাদেশকে ২৫৫ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের গতির সামনে যে ২৫৫ রানের লক্ষ্য খুব সহজ হবে না তা ধারনাতেই ছিল। ইনিংসের শুরুতেই বোল্টের একটি ইনসুইং লিটনের পায়ে লাগলে সেই আবেদনে সাড়া দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সেই যাত্রায় রক্ষা পান লিটন। তবে শেষ রক্ষা হয়নি। পাঁচ দশমিক ছয় ওভারে জেমিসনের অফ স্ট্যাম্পের বাইরের একটি বাউন্স ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে থার্ড ম্যানে রবীন্দ্রর হাতে ধরা পড়েন তিনি। ১৬ বল খেলে এই ডানহাতি ওপেনার করেছেন ছয় রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ আট ওভারে এক উইকেট হারিয়ে ৫৪ রান। তামিম ৩৫ এবং তানজিদ হাসান ব্যাট করছেন।
মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে ২৫৫ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের পেসারদের আক্রমণে প্রথম তিন উইকেট তারা হারায় ৩৬ রানে।
পরে হেনরি নিকোলস ও টম ব্লান্ডেলের কল্যাণে মাঝের পথটি সামলেন নেয় ব্ল্যাক ক্যাপরা। তার পর টেল এন্ডারদের দৃঢ়তায় ইনিংস শেষে তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২৫৪।
নিউজিন্যান্ডের ব্যাটারদের মধ্যে নিকোলাস ৪৯, ব্লান্ডেল ৬৮ ও সোধী ৩৫ রান করেছেন।
এদিন বল হাতে উজ্জ্বল ছিলেন পেসার মুস্তাফিজ। নিউজল্যান্ডের ১৫ ও ২৬ রানের মাথায় তিনি দুই ওপেনারের উইকেট তুলে নেন। ১০ ওভারে ৫৩ দিয়ে তার সংগ্রহ ওই দুই উইকেট। এছাড়া খালেদ আহমেদ, মাহাদী হাসান তিনটি করে এবং হাসান মাহমুদ ও নাসুম আহমেদ নিয়েছেন একটি করে উইকেট।
এখন বোল্ট, ফার্গুসেন, জেমিসনদের দিয়ে সাজানো নিউজিল্যান্ডের আক্রমণ বাংলাদেশ কীভাবে সামলায় সেইটি দেখার অপেক্ষা।