চট্টগ্রাম সাংস্কৃতিক কমপ্লেক্স উদ্বোধনে দীর্ঘ অপেক্ষা

 চট্টগ্রাম সাংস্কৃতিক কমপ্লেক্স নানা সংকটে দুই দফা মেয়াদ বাড়ানো হয় তবে এখন প্রকল্পটি উদ্বোধনের অপেক্ষায়। চট্টগ্রাম মহানগরীর ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রাণ সঞ্চার হবে।
প্রায় ২৮১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এরই মধ্যে প্রকল্পটির প্রায় ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে গণপূর্ত অধিদফতর। প্রকল্পের আওতায় ১৫২১২.২৮ বর্গফুট জায়গায় ১৫ তলা বিশিষ্ট ১টি চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, ১৪৪৯৩.২২ বর্গফুট আয়তনের ১টি মাল্টিপারপাস হল ও সেমিনার হলের পাশাপাশি ৭৪১৩.৬০ বর্গফুট আয়তনের জনসমাগম স্থান তৈরি করা হচ্ছে। এরই মধ্যে শেষ হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার পুনঃসংস্কার কাজ। মূল সড়কের দুই পাশে যাতায়াতে তৈরি হয়েছে টানেল। প্রকল্প পরিচালক এর নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ বলেন, লাইব্রেরির কার্যক্রম চালু করা হয়েছে। অবকাঠামোগত অডিটোরিয়ামগুলোর সাজসজ্জা ও সরঞ্জাম বসানোর কাজ বাকি আছে। সরঞ্জাম গুলো বিদেশ থেকে এলেই, এ বছর ১৬ ডিসেম্বরের আগে শহীদ মিনার খুলে দেওয়া হবে বলে জানান তিনি।