তীব্র গরমে বিপর্যস্ত নগরজীবন» Alorkantho24newsYoutube Live
তীব্র গরমে বিপর্যস্ত নগরজীবন» Alorkantho24newsLive এস,আহমেদ ডেক্স প্রতিবেদন » তীব্র গরমে বিপর্যস্ত নগরজীবন। সূর্যের প্রখর তাপ আর ভ্যাপসা গরমে ক্লান্ত নগরজীবন। ক'দিন ধরেই চলছে এমন তপ্ত অবস্থা। ঘরে-বাইরে গরমে হাঁসফাঁস করছে মানুষ। চট্রগ্রাম ও রাজধানীসহ শহরাঞ্চলে গরম অনুভুত হচ্ছে বেশি।। ওপরে সূর্যের খরতাপ, নিচে দালানকোঠা ও পিচঢালা রাজপথের উত্তাপ। বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। ৩৩ডিগ্রি ছুঁই ছুঁই এ তাপমাত্রারও, গরম অনুভত হচ্ছে তার চেয়ে অনেক বেশি। এর মাঝেও ছুটতে হচ্ছে জীবিকার প্রয়োজনে শ্রমজীবী মানুষদের। এই গরমে একটু স্বস্তি পেতে পানিতে নেমে দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা।প্রচণ্ড তাপদাহে দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে গরমজনিত রোগির সংখ্যা।
Posted by আলোর কন্ঠ লাইভ on Saturday, October 3, 2020