কুড়িগ্রামের আলোচিত চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।গত ১ অক্টোবর দুজনকে আসামি করে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর থেকে আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রাখে পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসাসি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। অপর আসামি কদুর আলীকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।বুধবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রাম পৌর শহরের শেখ রাসেল অডিটোরিয়ামে একটি অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ‘স্বভাবকবি’–খ্যাত রাধাপদ রায়ের (৮০) দিন কাটে নিজ গ্রামসহ আশপাশের এলাকার মানুষকে স্বরচিত কবিতা শুনিয়ে। তিনি স্বভাবকবি, কবিতা লেখেন, গান রচনা করেন আর তা ফেরি করে শোনান গ্রামগঞ্জের মানুষকে। সমাজের নানা অসংগতি, অনাচার তাঁর কবিতায় তুলে ধরেন তিনি, কখনো কখনো গল্পের আসর জমান। এতে লোকজন খুশি হয়ে তাঁকে কিছু অর্থ দেন। তা দিয়েই অন্নের সংস্থান হয় তাঁর।
এমন নির্বিবাদী, বয়স্ক এ মানুষটির ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে স্থানীয় দুই দুর্বৃত্ত
পাশের এলাকার দুই ভাই মো. রফিকুল ইসলাম ও কদুর আলীর বিরুদ্ধে এ হামলার অভিযোগ ওঠে।গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে নাগেশ্বরী উপজেলার গোদ্দারেরপাড় এলাকায় নিজ বাড়িতে রাধাপদ রায় হামলার শিকার হন। এ সময় কবিকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় একমাস আগে একটি শালিশ বৈঠকে আসামিদের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে গত শনিবার পথরোধ করে রাধাপদ রায়ের ওপর বর্বরোচিত আক্রমণ চালায় মো. রফিকুল ইসলাম ও কদুর আলী নামে দুই হিংস্র জানোয়ার।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে, ছয় মাস আগে অনানুষ্ঠানিক এক সালিসে বাগবিতণ্ডার জের ধরেই রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনা ঘটে। আহত রাধাপদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের বিছানায় শুয়ে কাঁদছেন দুর্বৃত্তদের হামলায় আহত চারণ কবি রাধাপদ রায় (৮০)। কখনও হাত দিয়ে কখনও গামছা দিয়ে মুছছেন চোখের পানি। হাসপাতালে তাকে সাহস যোগাতে বিভিন্ন জায়গা থেকে লেখক ও সাহিত্য অনুরাগীরা আসছেন। রাধাপদ রায় তাদেরকে বলেছেন, ‘ওষুধে আমার শরীরের ব্যথা কমছে কিন্তু মনে যে আঘাত পেয়েছি সেটার উপশম হচ্ছে না। মনের ব্যথা আমাকে পীড়া দিচ্ছে। এ ব্যথা ভুলতে পারছি না।’
কবি রাধাপদ রায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নিভৃত পল্লী মাধাইখাল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় কবির ছেলে জুগল রায় রোববার রাতে পাশের এলাকার অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা করেছেন।নাগেশ্বরী থানার অফিসার বলেন,
কুড়িগ্রামের আলোচিত চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় তার ছেলে শ্রী যুগল রায় বাদী হয়ে গত ১ অক্টোবর দুজনকে আসামি করে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর থেকে আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রাখে পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসাসি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। অপর আসামি কদুর আলীকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।