বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারতীয় নৌবাহিনীর যৌথ টহল- »

 
বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমায় তৃতীয়বারের মতো বঙ্গোপসাগরে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারতীয় নৌবাহিনীর যৌথ টহল-কর্পাট ও দ্বিপাক্ষিক মহড়া বঙ্গোসাগর শুরু হয়েছে।
বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌ-বাহিনীর জাহাজ ও এমপিএ (মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট) এর অংশগ্রহণে শুরু হয়েছে যৌথ টহল এবং দ্বিপাক্ষিক মহড়া।।এই যৌথ টহল ও মহড়া শনিবার (৩ অক্টোবর) থেকে শুরু হয়ে আগামীকাল ৫ অক্টোবর পর্যন্ত চলবে।বাংলাদেশ ও ভারতের যৌথ টহল ও মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যয়, বানৌজা আবু বকর ও ১টি এমপিএ এবং ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কিলতান, ও আইএনএস খুকরি এবং ১টি এমপিএ অংশগ্রহণ করছে। এর আগে ওই যৌথ টহল ও মহড়ায় অংশগ্রহণের উদ্দেশ্যে নৌবাহিনী যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যয় ও বানৌজা আবু বকর শুক্রবার গভীর সমুদ্রে গমন করে।
 
নৌবাহিনী জানায়, সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানবপাচার, জলদস্যুতা এবং মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনের লক্ষ্যে এ যৌথ টহল ও মহড়া পরিচালিত হবে। দু’দেশের এই যৌথ টহল ও মহড়া বঙ্গোপসাগরে নিজ নিজ জলসীমায় সমুদ্র বিষয়ক অপরাধ সম্পর্কিত তথ্য আদান-প্রদান, তথ্যাদির সঠিক ব্যবস্থাপনা, সমুদ্রপথে অবৈধ কার্যক্রম পরিচালনাকারী জাহাজসমূহ চিহ্নিতকরণ ও বিভিন্ন অপরাধ নিরসনকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 
এছাড়া, যৌথ এ টহল ও মহড়ার সফল বাস্তবায়ন সমুদ্র পথে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা রক্ষা, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবেলা ও সমুদ্র অর্থনীতির উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে নৌবাহিনী আশা প্রকাশ করেছে।