ট্রেন চলাচল উদ্বোধন পদ্মায় সেতু পাড়ি দিয়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে পদ্মা সেতুতে রেল সংযোগের উদ্বোধন করে ট্রেনে মাওয়া থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় সেখানে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

এর আগে, দুপুর ১২টা ২০ মিনিটে ডিজিটাল সুইচ টিপে তিনি পদ্মা রেল সেতুর উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রীসহ অতিথিরা। এ সময় প্রধানমন্ত্রীকে পদ্মা রেল সেতুর রেপ্লিকা উপহার দেন প্রকল্প পরিচালক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে রেল চলাচল উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে বিশেষ ট্রেনে করে পদ্মা পাড়ি দিয়েছেন। ট্রেনে চড়ে যাওয়ার সময় সবার সঙ্গে কুশল বিনিময় করেছেন তিনি।

পরে নিয়ম অনুযায়ী, রেলের টিকিট কাটেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। পরে ট্রেন চলাচলের রীতি বাঁশি বাজিয়ে ও সবুজ পতাকা নাড়িয়ে রেল চলাচলের সংকেত দেন প্রধানমন্ত্রী নিজেই দুপুর সাড়ে ১২টার দিকে দেশের দক্ষিণের পথে রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।এ ট্রেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ মন্ত্রিপরিষদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন।

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু চালু করা হয়। দ্বিতল এই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করছে। সেতুর ভেতরে রয়েছে ট্রেন চলাচলের পথ। পদ্মার দুই পাড়ে যোগাযোগ স্থাপন করতে নেয়া হয় আলাদা প্রকল্প, যা পদ্মা সেতু রেল লিংক প্রকল্প নামে পরিচিত।
 
বর্তমানে দেশের ৬৪টি জেলার মধ্যে ৪৩ জেলায় রেলপথ রয়েছে। ঢাকা-ভাঙ্গা রেলপথের মাধ্যমে মুন্সিগঞ্জ ও মাদারীপুর রেলপথের সঙ্গে যুক্ত হবে।
 
২০৩০ সাল নাগাদ রেলপথটির ঢাকা-ভাঙ্গা অংশে প্রতিদিন ১৩ জোড়া ট্রেন চলবে। একইভাবে ভাঙ্গা-কাশিয়ানী অংশে প্রতিদিন সাত জোড়া ও কাশিয়ানী-যশোর অংশে প্রতিদিন চলবে পাঁচ জোড়া ট্রেন। 

আরও সময় সংবাদ

মানুষের ভাগ্যোন্নয়ন করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশ
১ ঘণ্টা আগে

মানুষের ভাগ্যোন্নয়ন করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৯ বছর যারা ক্ষমতায় ছিল তারা কেউ দেশের মানুষের ভাগ্যোন্নয়ন কোনো কাজ করেনি। মানুষের ভাগ্যোন্নয়ন করাই বর্তমান সরকারের লক্ষ্য। সাড়ে ১৪ বছরে আজকের বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ।

রেললাইন উদ্বোধনে পদ্মা স্টেশনে উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষ
বাংলাদেশ
১ ঘণ্টা আগে

রেললাইন উদ্বোধনে পদ্মা স্টেশনে উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষ

পদ্মা সেতুর পর এবার উদ্বোধন হলো ঢাকা-মাওয়া-ভাঙ্গা রেল চলাচল। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে স্বপ্নের পদ্মা সেতুর রেল সংযোগে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু হয়ে রেল চলাচল উদ্বোধনে খুশি দক্ষিণাঞ্চলবাসী।

প্রথম যাত্রী হিসেবে ট্রেনে পদ্মা পাড়ি দিলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ
১ ঘণ্টা আগে

প্রথম যাত্রী হিসেবে ট্রেনে পদ্মা পাড়ি দিলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে রেল চলাচল উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে বিশেষ ট্রেনে করে পদ্মা পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতুতে রেল চলাচল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ
২ ঘণ্টা আগে

পদ্মা সেতুতে রেল চলাচল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রেল চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ অক্টোবর) দুুপুর সাড়ে ১২টার দিকে স্বপ্নের পদ্মা সেতুর রেল সংযোগে ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি। এর আগে সকাল ১০টার দিকে গণভবন থেকে মাওয়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী৷

ICC World Cup Button