তীব্র গরমে লোডশেডিং যন্ত্রণা বাড়ছে পাল্লা দিয়ে

 
কয়েকদিন যাবৎ তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। সূর্যের প্রখর তাপ আর ভ্যাপসা গরমে ক্লান্ত নগরজীবন একদিকে বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং, অন্যদিকে মাথার উপর সূর্যের প্রকট তাপ। বলা যায় দুয়ে মিলে চার। ফলে অনেকটা অসহনীয় জীবনযাপন করছে বাসী।
এদিকে গরমের সাথে পাল্লা দিয়ে লোডশেডিং হওয়ার কারণে চলছে এমন তপ্ত অবস্থা। ঘরে-বাইরে গরমে হাঁসফাঁস করছে মানুষ। চট্রগ্রাম ও রাজধানীসহ শহরাঞ্চলে গরম অনুভুত হচ্ছে বেশি।। ওপরে সূর্যের খরতাপ, নিচে দালানকোঠা ও পিচঢালা রাজপথের উত্তাপও অনেকই তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা।দিন-রাত সমান তালে লোডশেডিংয়ের কবলে পড়ছেন গ্রাহকরা । অব্যাহত লোডশেডিং-এর কারণে তাদের পড়াশোনায় চরমভাবে বিঘ্ন ঘটছে। শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা আরো করুণ হয়ে দাঁড়িয়েছেএতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছে ।  ৩৩ ডিঃ তাপমাত্রারও, গরম অনুভত হচ্ছে তার চেয়ে অনেক বেশি। এর মাঝেও ছুটতে হচ্ছে জীবিকার প্রয়োজনে ঘরের বাইরে মানুষদের। এই গরমে একটু স্বস্তি পেতে ডাব,ঠাণ্ডা পানীয়,শরবতের দোকানে ভিড় করছে মানুষ। অনেকে পানিতে নেমে দুরন্তপনায় মেতে উঠেছে শিশুদের সঙ্গে নানা বয়সী মানুষ।