আশ্বিনের ভোরে কুয়াশায় শীতের অনুভূতি

দিনের গরম এখন রাত হলেই ঝিমিয়ে পড়ছে। আশ্বিনের ভোরের বাতাসে ঠাণ্ডা শিরশির অনুভূতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। একই সঙ্গে ভোরের কুয়াশার সিগ্ধতায় প্রিয় বাংলায় এখন বিরাজ করছে এক অন্য রকম পরিবেশ।আশ্বিন মাসের ২৬ তারিখ। শীত অনুভূত না হলেও কুয়াশা পড়েছে। ঋতু পরিবর্তনের একটা পূর্বাভাষ লক্ষ্য করা যাচ্ছে। চারদিকে এখন সবুজের সমারোহ। সবুজ ধান গাছের প্রতিটি পাতা ভোরের বাতাসে দুলছে আর পাতা থেকে ঝরছে শিশির বিন্দু। কুয়াশা মাখা মনোরম এ পরিবেশ উপভোগ করছেন বাঙালি। ভোর সকাল থেকে কুয়াশা দেখা গেছে ।দিনে রাতে গরম হলেও ভোরে কুয়াশায় কিছুটা শীতের আমেজ পাওয়া যাচ্ছে। শীত আসছে এটা বোঝা যাচ্ছে। আশ্বিন মাসের শেষের দিকে এমন ঘন কুয়াশা গত কয়েক বছর দেখেনি । হাঁটতে খুব ভাল লাগছে, আজকের দিনে কুয়াশা স্মরণ করিয়ে দেয় যে শীত আসছে।আশ্বিন মাসেই কুয়াশা পড়ছে, শীতের প্রভাব হয়তো আসছে। কয়েকদিন আগে বৃষ্টি, তার পরেই গরম ও কুয়াশা। মিলিয়ে বাংলাদেশর ছয় ঋতুর কিছুটা পরিবর্তন ঘটছে। সব যেন একটু আগে পিছে হচ্ছে।
এ সময় জেলার সড়ক ও মহাসড়কে দূরপাল্লার যানবাহনসহ সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলেছে।