আজ রোববার ১৭ই মার্চ মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন এবং জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্রগ্রাম মহানগরের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা লেখক সংগঠক পিনাকী দাশ, সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বীর মুক্তিযোদ্ধা সংস্কৃতিজন দেওয়ান মাকসুদ বীর মুক্তিযোদ্ধা সংগঠক খায়রুল ইসলাম ককসি. বীর মুক্তিযোদ্ধা সংগঠক ও সংস্কৃতিজন আব্দুল হালিম দোভাস. যুগ্ম সম্পাদক আকরাম হোসেন সবুজ. পীযুষ কান্তি বিশ্বাস. অধ্যাপক দিলীপ কুমার দাশ, সংগঠক মোহাম্মদ নাজিম উদ্দিন. সংগঠক স্বপন চৌধুরী খোকা. সংস্কৃতি জন ও গণমাধ্যম কর্মী শিব্বির আহমেদ বাহাদুরসহ প্রমুখ।এর আগে সংগঠন কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আজ সংক্ষিপ্ত আলোচনায় বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। তারই সুযোগ্য কন্যার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখছে, তা বাস্তবায়নে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।