চট্টগ্রাম মহানগর আ.লীগের সম্মেলন সেপ্টেম্বরে

আবারো স্বগৌরবে
সূত্রে জানা গেছে মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে নানা তৎপরতা শুরু হয়েছে।নগর আওয়ামী লীগের কমিটিতে পরিবর্তনে নতুন মুখ সহ আবারো স্বগৌরবে থাকছেন চট্টগ্রাম মহানগর আ‍‍`লীগ এর শীর্ষ নেতারা।আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন। এর আগেই নগরের মেয়াদোত্তীর্ণ ইউনিট, ওয়ার্ড ও থানার সম্মেলন করা হবে। রোববার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চট্টগ্রাম মহানগর নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে থাকা একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেন। চট্টগ্রাম মহানগরে ১৩২ ইউনিটের মধ্যে ১০৫টি, ৪৪টা ওয়ার্ডের মধ্যে ১৫টি এবং ১৫ থানার মধ্যে একটির সম্মেলন হয়েছে। বাকিগুলোর সম্মেলন শেষ করে মহানগরের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে। এজন্য ১৯ তারিখে আবার বৈঠক ডাকা হয়েছে।