তাতে সুপার এইটে এক পা দিয়ে রাখলো টাইগাররা
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলার টাইগারদের দেওয়া ১৬০ রানের টার্গেটে ব্যাট করছে নেদারল্যান্ডস। ব্যাট করতে নেমে ৩ উইকেট হা্রালেও রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন ডাচ ব্যাটাররা
সুপার এইটের লড়াইয়ে বাংলাদেশের পথে কাঁটা হয়ে ছিল নেদারল্যান্ডস। এবার মুখোমুখি লড়াইয়ে ডাচদের ২৫ রানে হারালো টাইগাররা। তাতে সুপার এইটে এক পা দিয়ে রাখলো বাংলাদেশ।
। তবে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান লেগ স্পিনার রিশাদ হোসেন।
এঙ্গেলব্রেখটকে আউট করে বাংলাদেশকে স্বস্তি দেন দেন রিশাদ হোসেন। ২২ বলে ৩৩ রান করে আউট হন এঙ্গেলব্রেখট। একই ওভারে বাস ডি লিডকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান এই লেগ স্পিনার। ১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেন সাকিব। তাছাড়া ৩৫ রান এসেছে তানজিদ তামিমের ব্যাট থেকে। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ডস।