অবশেষে নগরের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে কাজ শুরু (চসিক)

অবশেষে নগরের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গত রোববার এ সংস্কার কাজ শুরু হয়। এদিন ৫৭ টন মিক্সার দিয়ে অক্সিজেন মোড়, মিয়াখান নগর, পলোগ্রাউন্ড, এসএস খালেদ রোড, সিডিএ ২ নং রোড, আগ্রাবাদ, হালিশহর জি ব্লক, এসি মসজিদ এলাকা ও স্টিল মিল বাজার এলাকায় প্যাচওয়ার্ক করা হয়।
চসিক সূত্রে জানা গেছে, নিজস্ব অ্যাসপল্ট প্ল্যান্ট থেকে তৈরি মিক্সার (ইট, বালি, সিমেন্ট ও বিটুমিনের মিশ্রণ) দিয়ে বর্ষায় ক্ষতি হওয়া সড়কের ছোট ছোট গর্ত ভরাট করে থাকে। সংস্থাটির ভাষায় এটি প্যাচওয়ার্ক। সর্বশেষ ২ সেপ্টেম্বর প্যাচওয়ার্ক করেছিল সংস্থাটি।
সর্বশেষ ইস্টার্ন রিফাইনারির প্ল্যান্ট চালু হলে ৪০ টন বিটুমিন সংগ্রহ করে চসিকের প্রকৌশল বিভাগের প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী নগরের ৪১ ওয়ার্ডের মধ্যে ৩৬টি ওয়ার্ডে ১ লক্ষ ২১ হাজার ৮১৪ বর্গমটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয় এ বর্ষায়। নষ্ট হওয়া সড়কের প্রস্থ ১০ ফুট ধরলে ক্ষতির পরিমাণ হবে প্রায় ৪২ কিলোমিটার। অবশ্য ওই তালিকা করার পর নানা প্রতিবন্ধকতায় কাঙ্ক্ষিত সংস্কার করতে পারেনি চসিক। ফলে এ সময়ে ক্ষতিগ্রস্ত সড়কের পরিমাণ আরো বেড়েছে।