নদীর পানি বাড়ছে

কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়েছে। এসব নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও বিপৎসীমা অতিক্রম করেনি। তবে তিস্তার পানি কমতে শুরু করায় দুর্ভোগে পড়ে রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার চরাঞ্চলের মানুষ। জনমনে স্বস্তি দেখা দিলেও নদীভাঙন দেখা দিয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি কমে বিপৎসীমার ২৯ দশমিক ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধরলা নদীর তালুক-শিমুল বাড়ি পয়েন্টে বিপৎসীমার ২৯ দশমিক ৮৭ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে বিপৎসীমার ২০ দশমিক ৯৮ সেন্টিমিটার ও দুধকুমার নদে নুন খাওয়া পয়েন্টে ২৩ দশমিক ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।