সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরব সরকারের চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। এর মধ্যে রয়েছে, দুই লাখ পিস কেএন৯৫ মাস্ক, দুই লাখ সার্জিক্যাল মাস্ক, ১৫ হাজার প্রটেক্টিভ কভারঅল ও ৬৫ হাজার সার্জিক্যাল গাউন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধান সমন্বয়কারী অতিরিক্ত সচিব ড. খলিলুর রহমান সরকারের পে উপহার সামগ্রী গ্রহণ করেন।
সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়াহইয়া বিন আব্দুর রহমান আল- কারনি, ধর্ম বিষয়ক অ্যাটাশে আহমাদ আল-হামদি ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ফাত্তাহ আল-গারবি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।