বাংলাদেশকে করোনা মোকাবেলায় সৌদি সরকারের চিকিৎসা সামগ্রী উপহার

 
 
সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরব সরকারের চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। এর মধ্যে রয়েছে, দুই লাখ পিস কেএন৯৫ মাস্ক, দুই লাখ সার্জিক্যাল মাস্ক, ১৫ হাজার প্রটেক্টিভ কভারঅল ও ৬৫ হাজার সার্জিক্যাল গাউন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধান সমন্বয়কারী অতিরিক্ত সচিব ড. খলিলুর রহমান সরকারের পে উপহার সামগ্রী গ্রহণ করেন।
 
সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়াহইয়া বিন আব্দুর রহমান আল- কারনি, ধর্ম বিষয়ক অ্যাটাশে আহমাদ আল-হামদি ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ফাত্তাহ আল-গারবি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।