আজ মঙ্গলবার(৬অক্টোবর)চট্রগ্রাম নগরীর খাতুনগঞ্জ এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি।যানজট এতটাই বাড়ছে যে, ট্রাফিক ব্যবস্থাও ভেঙ্গে পরেছে ।দীর্ঘ সময় যানজটে পড়ে ত্রাহি অবস্থা যাত্রী ও পথচারীদের হাটা ও রাস্তা পারাপারও করার কোন উপায় নেই যত্রতত্র গাড়ি রিস্কাজট। লকডাউনের মধ্যেই চলছে ৪ শতাধিক শিল্প কারখানা, খুলেছে মার্কেট বিপণি বিতান দেশের বৃহতম পাইকারি কেন্দ্রে রাস্তায় চলছে শত শত যানবাহন। মূলত নগরে উন্নয়নকাজ চলছে তাই রাস্তা খুড়াখুড়িতেই এ নগরীর প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা যায় । দিনের বেলা ভারি যানবাহনের চলাচলের ফলে নগরীর সড়কে তীব্র যানজটের কবলে পড়েছে বলে জানান।এতে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো।বিস্তারিত আসছে……