ব্রেকিং-নিউজ:নগরীর খাতুনগঞ্জ এলাকায় তীব্র যানজটে সারাবেলা

 
আজ মঙ্গলবার(৬অক্টোবর)চট্রগ্রাম নগরীর খাতুনগঞ্জ এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি।যানজট এতটাই বাড়ছে যে, ট্রাফিক ব্যবস্থাও ভেঙ্গে পরেছে ।দীর্ঘ সময় যানজটে পড়ে ত্রাহি অবস্থা যাত্রী ও পথচারীদের হাটা ও রাস্তা পারাপারও করার কোন উপায় নেই যত্রতত্র গাড়ি রিস্কাজট। লকডাউনের মধ্যেই চলছে ৪ শতাধিক শিল্প কারখানা, খুলেছে মার্কেট বিপণি বিতান দেশের বৃহতম পাইকারি কেন্দ্রে রাস্তায় চলছে শত শত যানবাহন। মূলত নগরে উন্নয়নকাজ চলছে তাই রাস্তা খুড়াখুড়িতেই এ নগরীর প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা যায় । দিনের বেলা ভারি যানবাহনের চলাচলের ফলে নগরীর সড়কে তীব্র যানজটের কবলে পড়েছে বলে জানান।এতে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো।বিস্তারিত আসছে……