প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ মানিক না ফেরার দেশে

 

আজ মঙ্গলবার (৬ অক্টোবর)চট্টগ্রাম বন্দরে জাতীয় শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ মানিক আর নেই।আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।তিনি স্ত্রী, ৪ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় শেখ মানিকের মৃত্যূ হয়েছে। তিনি সিবিএ’র প্রভাবশালী নেতা ছিলেন। ওনার গ্রামের বাড়ি যশোরে। তিনি বন্দর কলোনীতে বসবাস করতেন। ওনার মৃত্যুতে বন্দর সিবিএ নেতৃবৃন্দ গভীরভাবে শোকাহত।’