কক্সবাজার প্রতিনিধি» বৃহস্পতিবার (৮ অক্টোবর) কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এপিবিএনসহ সকল পুলিশ সদস্যকে নির্দেশনা প্রদান করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজ মো. আনোয়ার হোসেন। উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এই নির্দেশ দেন ডিআইজি।এ সময় তিনি কয়েকজন রোহিঙ্গা শিশুর সঙ্গে কথা বলার চেষ্টা করেন, পরিদর্শনকালে স্থানীয় একজন ল্যাঙ্গুয়েজ অ্যাসিস্ট্যান্টের সহযোগিতায় রোহিঙ্গা শিশুদের পরিবার সম্পর্কে খোঁজখবর নেন
ডিআইজি বলেন, ক্যাম্পে রোহিঙ্গাদের আধিপত্য বিস্তারের কোন সুযোগ নাই। এখানে আধিপত্য থাকবে একমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কোন অপরাধিকে ছাড় দেওয়া হবে না। অবৈধ অস্ত্রধারী রোহিঙ্গাদের গ্রেফতার করা হবে বলে জানান ডিআইজি মো. আনোয়ার হোসেন। রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা স্থিতিশীল ও শান্তি ফেরাতে কাজ করছেন ।তিনি বলেন,
রোহিঙ্গা ক্যাম্পে অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ ডিআইজির »
উল্লেখ্য, রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে গত চার দিনে এক বাংলাদেশি গাড়ি চালকসহ ৬ জন নিহত হয়েছে। অপহরণ করে সন্ত্রাসীদের আস্তানায় আটকে রাখা হয়েছে আরও একজন বাংলাদেশি যুবককে। এই নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। এই মুহুর্তে নিজেদের জীবন নিরাপদবোধ করছে না ক্যাম্পে কর্মরত বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মীরা।