নাজমূল বরাত কক্সবাজার থেকেঃ বুধবার (২৯ জুলাই) ভোর ৬ টার কক্সবাজার রামুর জোয়ারিয়া নালা বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় কক্সবাজার সরকারী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিউল আলম (৫৫)সহ ২ জনের মৃত্যু হয়েছে।
কালা মিয়া বাজার আরকান সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ।অধ্যাপক শফিউল আলম জোয়ারিয়ানাল ঘোনারপাড়া এলাকার মৃত চাঁদ মিয়া সওদাগরের ছেলে। তিনি কক্সবাজার কেজি স্কুলের সিনিয়র শিক্ষক লুৎফুন্নাহারের স্বামী এবং সিনিয়র সাংবাদিক এড. আয়াছুর রহমানের ভগ্নিপতি।
নিহত অপরজনের নাম মাহাবুব সিকদার (৫৬)। তিনি একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সিকদার পাড়ার মৃত নূর আহাম্মদ সিকদারের ২য় ছেলে এবং জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য।
এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন জোয়ারিয়া নালা এইচএম সাঁচী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বোরহান উদ্দীন (৫৫)। তিনি একই এলাকার মৃত আনোয়ারুল হকের পুত্র। তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।