আজ মঙ্গলবার(১৩অক্টোবর)দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে
উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, প্রকল্প কর্মকর্তা মো. হাসান আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন, খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান প্রমুখ।