কারাতে শুধু জাতীয় আন্তর্জাতিক খেলা নয় নিজের আত্মরক্ষায়ও হাতিয়ার

সুস্থ সুন্দর মন ও সুস্থ সমাজ গঠনে কারাতের ভূমিকা অপরিহার্য্য। বাহুতে বল আর মনের জোর এক হলে সব অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হওয়া সম্ভব। গত ১৩ ই অক্টোবর ২০২০ চট্টগ্রাম সিআরবিতে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের আয়োজনে বর্তমান সমাজের মানুষ নামক কিছু কুলাঙ্গার/ধর্ষককে শায়েস্তা করার জন্য মেয়েদের খালি হাতে আত্মরক্ষার কৌশল শেখাচ্ছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কারাতে কোচ সেন্সী এবি রনি। প্রায় দুই যুগেরও বেশী সময় ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের কারাতে শেখাচ্ছেন এ প্রশিক্ষক। প্রায় ২০০ ছাত্র ছাত্রী নিয়ে সিআরবি খোলা মাঠে আত্মরক্ষার ও ধর্ষককে ঘায়েল করার জন্য কিছু কৌশলে প্রদর্শন করেন জাতীয় পদকপ্রাপ্ত এক সময়ের কারাতে খেলোয়াড় সেনসী এ বি রনির ছাত্র-ছাত্রীরা। উক্ত প্রদর্শনী শেষে ধর্ষক মুক্ত সমাজ চাই এমন শ্লোগানে মুখরিত হয় নগরীর সিআরবি এলাকা। কোমলমতি শিশু থেকে শুরু করে যুবক-যুবতী ও বয়স্ক কারাতে খেলোয়াড়রা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটাই দাবি ধর্ষকের কোন পরিচয় নেই, ধর্ষকের পরিচয় হলো সে একজন ধর্ষক। ধর্ষক প্রমাণিত হওয়া মাত্রই তাকে ক্রসফায়ার বা তাৎক্ষনিক মৃত্যুদন্ড দন্ডিত করা হোক। আমরা আর কোন মা-বোনের ইজ্জত হারা সমাজ দেখতে চাই না। মেয়েরা প্রতিবাদ করতে শিখছে তারাই নিজ হাতে ধর্ষক ঘায়েল করবে। বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল জাতীয় দিবস, রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চক্ষু পরীক্ষা কর্মসূচি সহ বিভিন্ন জাতীয় দিবস জোরালো ভাবে পালন করে আসছে গত দুই যুগের বেশী সময় ধরে। পরিশেষে সকল ছাত্র-ছাত্রী এক কন্ঠে বলে গর্জে উঠো সকল মা জাতীয় দল, তৈরি করো নিজেকে, হিংস্র হায়নার কাছে আর নয়, এবার নিজেকে করবো জয়।
নিবেদক সেনসী এ বি রনি প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিকেএফকেএস ও চীফ ইন্সট্রাক্টর জাপান কারাতে সোতো ফেডারেশন বাংলাদেশ

Faiz Ahammad

sent

a few seconds ago