আজ শুক্রবার নাটোরে ট্রাক মোটরসাইকেল সংঘর্ঘে এক নারীর মৃত্যু হয়।মৃতের নাম হাসনা হেনা (৩৫)। এসময় মোটরসাইকেল চালক নিহত নারী ছেলে রুদ্র (১৬) আহত হয় এবং অলৌকিক ভাবে ওই নারীর কোলে থাকা শিশু রক্ষা পায়। শহরের বাইপাস সড়কের পিটিআই মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হাসনা হেনা বাগাতিপাড়া উপজেলার ডুমরাই ঢাকাপাড়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী ও আহত রুদ্র রুহুল আমিনের ছেলে। রুদ্রকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী জানান,আজ দুপুরে রুদ্র তার মা হাসনা হেনা ও একটি শিশুকে নিয়ে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিল। এসময় শহরের বাইপাস সড়কের পিটিআই মোড় এলাকা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক ওই মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই হাসনা হেনার মৃত্যু হয়।
নাটোর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আক্তার হামিদ খান জানান, এঘটনার পর পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।