আজ শনিবার(১৭অক্টোবর)ঢাকা-৫ উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা।তিন কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু।আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ঢাকা-৫ উপ-নির্বাচনের ফল ঘোষণা করা হচ্ছে। ফল ঘোষণা করছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান।
আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু নৌকা প্রতীকে পেয়েছেন ১৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সালাহ্ উদ্দিন আহম্মেদ পেয়েছেন ৩৮ ভোট।
১৮৭টি কেন্দ্রে ৮৬৪টি ভোট কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। তবে ভোটকেন্দ্রে ভোটারদের অনুপস্থিতি ছিল নজরে পড়ার মতো।