ঠাকুরগাঁও প্রতিনিধিঃ”বন্ধ হোক নারী নির্যাতন নিশ্চিত হোক নারী উন্নয়ন”এ শ্লোগানে ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানা ঢোলারহাট ইউনিয়নে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢোলারহাট ইউনিয়ন হল রুমে রুহিয়া থানা পুলিশ এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢোলারহাট ইউনিয়ন আওয়ামীলীগ অজিত কুমার রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মোঃ আবুল কালাম আজাদ এ এস আই ও সহকারী ইনচার্জ বীট পুলিশিং ঢোলারহাট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীমান্ত কুমার বর্মন নির্মল, চেয়ারম্যান ২১নং ঢোলারহাট ইউনিয়ন মোঃ লুৎফর রহমান সাধারণ সম্পাদক ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগ, আমিনুল ইসলাম ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, নিরাঞ্জন রায় চৌধুরী ঢোলারহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।আরো উপস্থিত ছিলেন ভারতি রানী মহিলা ইউপি সদস্য, ঠাকুরগাঁও দাশ সহঃশিক্ষক সহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর প্রতি সহনশীল হতে হবে। তারাই আমাদের মা বোন। তাদের প্রতি কুদৃষ্টিতে তাকানো, ইভটিজিং, ধর্ষণ ও নারী নির্যাতন এসব বন্ধ করতে হবে। সমাজে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। তবেই নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ হবে। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মার্চেল্লো দাস। উল্লেখ্য, ওই দিন একই সাথে ঠাকুগাঁও এলজিএসপি আওতায় সাস্থ সুরক্ষার জন্য সকলের মাঝে মাক্স বিতরন করেন ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল।