সোমবার থেকে সারা দেশে আবারো ধর্মঘটে নৌ-শ্রমিকরা

 
বেতন-ভাতার সুযোগ-সুবিধাসহ ১১ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের নৌ-শ্রমিকদের ধর্মঘট শুরু হচ্ছে। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এ ধর্মঘট শুরু হবে।সারা দেশের নৌপথে চাঁদাবাজি বন্ধ, নৌ-শ্রমিকদের খাদ্য ভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে আজ মধ্যরাত থেকে ধর্মঘটে যাচ্ছেন নৌযান শ্রমিকরা।
এরই ধারাবাহিকতায় নগরের বারেক বিল্ডিং মোড় এলাকায় এক মানববন্ধন থেকে চট্টগ্রামেও এ ধর্মঘট পালনের ঘোষণা দেয় চট্টগ্রাম জেলা নৌ-শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ।
মানববন্ধনে চট্টগ্রাম জেলা নৌ-শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের সহ-সভাপতি মো. নবী আলম বলেন, ‘এটা কোনো সরকার পতন আন্দোলন না। আমরা এ আন্দোলন করছি, আমাদের দাবি-দাওয়া পূরণের জন্য। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’মানববন্ধনে সংগঠনটির কার্যকরী কমিটির সদস্য মো. ইব্রাহিম, সত্তার আলমসহ নৌ-শ্রমিকরা উপস্থিত ছিলেন।
 
গত শনিবার (১৭ অক্টোবর) মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এই ঘোষণা দেন। মানববন্ধনে বক্তারা বলেন, করোনা মহামারির মধ্যে নৌযান শ্রমিকরা কাজ করেছেন। অথচ চার মাস পেরোলেও তাঁদের প্রতিশ্রুত খাদ্যভাতা দেওয়া হয়নি। এমনকি সরকার বা মালিকের পক্ষ থেকে একটি ধন্যবাদও জোটেনি।
 
১১ দফা দাবি না মানা হলে ১৯ অক্টোবর দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ভারতগামী নৌযানসহ সব ধরনের পণ্যবাহী, বালুবাহী, তেলবাহী নৌযানে লাগাতার কর্মবিরতি পালন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌযান শ্রমিকরা।