মাত্র ১দিন পরেই পবিত্র ঈদুল আজহা সব জায়গায় চলছে নানা আয়োজন ও প্রস্তুতি হাট বাজারে মানুষের আনাগোনা বেড়েছে তার তুলনায় বিক্রি কম অভিযোগ গরু বিক্রেতাদের করোনা পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা মান ও অনেক বেড়ে গেছে অন্যান্য বছরের তুলনায়কোরবানি উপলক্ষে এখন কামারশালায় চলছে শেষ সময়ের ব্যস্ততা। গরু কেনার পাশাপাশি কোরবানি দেয়ার সরঞ্জাম কিনতে দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন সবাই। পশু জবাই থেকে শুরু করে চামড়া ছাড়ানো এবং মাংস কাটার কাজে ব্যবহৃত দা, ছুরি, চাপাতি, কিছু মৌসুমী কসাইয়ের ও হিড়িক পড়েছে। বটি ইত্যাদি সরঞ্জাম কেনার ধুম পড়েছে ঈদ-উল-আজহা। গুনে গুনে আর মাত্র ১ দিন বাকি। পেশাদার কসাই সঙ্কট রয়েছে নগরীতে। ফলে ভীড় জমছে মৌসুমী কসাইদের।কদরও বাড়ছে তাদের। পথে ঘাটে এখন মৌসুমি কসাইয়ের ছড়াছড়ি। নগর জুড়ে গরুর হাটের মতোই যেন কসাইয়ের হাট বসেছে। অলি-গলি থেকে শুরু করে পাড়ায় পাড়ায়। পর্যন্ত পৌছেছে এসব মৌসুমি কসাইদের আনাগোনা।
যারা কোরবানি করছেন তাদের কাছেও কদর রয়েছে এসব কসাইয়ের। এতোদিন যারা রিক্সা-ভ্যান চালনা, দিনমজুরি বা ছোট কোন কাজ করতেন তারা কোরবানির ঈদ আসলেই বনে যান পুরো দস্তুর কসাই। ঢাকার আশপাশ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় বাড়তি আয়ের জন্য ছুটে আসেন এসব মৌসুমি কসাই।
বকশির হাট, চকবাজার রেয়াজউদ্দীন বাজার, সহ শহরের কামারের দোকান গুলোতে। অস্থায়ী দোকান বসিয়েও বিক্রি করা হচ্ছে কোরবানির এসব সরঞ্জাম। নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নির্দিষ্ট দোকানগুলোতে পশু জবাইয়ের বিভিন্ন উপকরণ বিক্রি হচ্ছে। এর মধ্যে রয়েছে দা, বিভিন্ন সাইজের চাকু, চাপাতি, ভোজালি, কুড়াল, মাংস কাটার জন্যে গাছের বড়ো টুকরো। বিক্রি হচ্ছে শুকনো খড়, হুগলি-চাটাইও। দোকানিরা জানান, পশুর হাড় কাটতে চাপাতি, ভোজালি ও কুড়াল বেশি ব্যবহার করা হয়। লোহার বাটযুক্ত দা ও কাঠের বাটযুক্ত দা এবং বটি দা বিক্রি হচ্ছে ২শ টাকা থেকে ২ হাজার ৫শ টাকায়। পশুর চামড়া আলাদা করার ছোট ছুরি ৩০ টাকা থেকে ৮০ টাকা, মাঝারি ৫০ টাকা থেকে ৯০ টাকা এবং বড় ছুরি ৭০ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া লম্বা ছুরি ২শ টাকা থেকে ৬শ টাকা, জবাই করার ছুরি ২৫০ টাকা থেকে ৪শ টাকা, চাপাতি সাড়ে ৩শ টাকা থেকে ৭শ টাকা, কুড়াল ১৬০ টাকা থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে পুরোনো ছুরি-দা ও কুড়ালে শান দিতে কামারের দোকানগুলোতেও ভিড় বেড়েছে। ভ্রাম্যমাণ শানদানিরা ঘুরছেন পাড়ায়-পাড়ায়।