জাতীয় অর্থনৈতিক পরিষদে একনেকে তিনটি উন্নয়ন প্রকল্প অনুমোদন

 

আজ মঙ্গলবার(২৭ অক্টোবর)জাতীয় অর্থনৈতিক পরিষদে ৫ হাজার ১৮৯ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে ৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে নির্বাহী কমিটি (একনেক)।রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সোনাপুর-সোনাগাজী-চট্টগ্রাম সড়ক উন্নয়ন-সহ আরো একটি প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়। পরিকল্পনা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম জানান

স্থানীয় সরকার বিভাগের অধীনে ঢাকা সিটি করপোরেশন এলাকার ট্রাফিক অবকাঠামো উন্নয়নসহ সড়ক নিরাপত্তার একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এই ৩ প্রকল্পে ২ হাজার ৮৫৫ কোটি টাকা সরকারি অর্থায়ন এবং বৈদেশিক ঋণ সহায়তা থাকবে প্রায় ২ হাজার ২৭০ কোটি টাকা।