আজ বুধবার(২৮অক্টোবর)আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) করোনা সংক্রমণ প্রতিরোধে স্থগিত হওয়া স্বাধীনতা পুরস্কার ভূষিতদের হাতে তুলে দেওয়া হবে। আগামীকাল সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার ২০২০ প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন, রেডিও, অনলাইন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ সব কর্মসূচি বাতিল করা হয়। একই সঙ্গে স্বাধীনতা পদক দেওয়ার কর্মসূচিটিও স্থগিত করা হয়েছিল।