রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চ এলাকায় ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য জশনে জুলুসের আনুষ্ঠানিকতা চলছে। আয়োজিত র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মহানগর নাট্যমঞ্চে এসে শেষ হয়। এছাড়াও রাজধানীর রমনা এলাকায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চলছে আলোচনা সভা। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি নেয়া হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সা.)-এর ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।
ইসলামিক ফাউন্ডেশন সারা দেশে ১৫ দিনব্যাপী অনুষ্ঠান চলছে।
এদিকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ রাজধানীতে আশেকানে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশন, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া, নারিন্দা দরবার শরিফ, আহলা দরবার শরিফ, রেজভিয়া দরবার শরিফ ও ইসলামী যুবসেনা পৃথক জশনে জুলুশ বের করে।
হিজরি সনের ১২ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস হিসেবে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।