বিএনপির রাজনীতি ফেসবুক স্ট্যাটাস ও গণমাধ্যমেই সীমাবদ্ধ:সেতুমন্ত্রী

 

 

আজ শনিবার(৩১ অক্টোবর)বিএনপিকে এখন হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও রাজপথের রাজনীতিতে খুঁজে পাওয়া যায় না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ নোয়াখালীর চৌমুহনী পৌরসভার উদ্যোগে নবনির্মিত পৌরপার্ক ও টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি এখন ফেসবুক স্ট্যাটাস ও গণমাধ্যমেই সীমাবদ্ধ।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের কথা শুনলেই বিএনপির গাত্রদাহ হয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ কখনোই বিএনপির বিরুদ্ধে নয়। তাদের নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ।’

সেতুমন্ত্রী আরো বলেন, ‘৭৫-এর খুনি ও খুনের মদদদাতা, গ্রেনেড হামলার খুনের মাস্টারমাইন্ড ও সাম্প্রদায়িক অপশক্তি বগলে নিয়ে যারা দেশের রাজনীতিকে বিষাক্ত করেছে তাদের কাছে শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির কথা শুনতে ভালো না লাগাই স্বাভাবিক। শেখ হাসিনার উন্নয়নের কথা শুনলে হাওয়া ভবনতন্ত্রের কুশীলবদের গাত্রদাহ তো হবেই।’

নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের ঘটনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘গুটিকয়েক অপরাধীর জন্য সরকারের উন্নয়ন, অর্জন ম্লান হতে পারে না।’