আজ সোমবার(০২নভেম্বর)
জাতীয় সম্মেলনের দশ মাস পরেও আওয়ামী লীগের অর্ধশত জেলা কমিটির সম্মেলন হয়নি। তাছাড়া কেন্দ্রীয় সমেমলনের আগে যে ৩১টি জেলার সম্মেলন হয়েছে সেগুলোর পূর্ণাঙ্গ কমিটি হয়নি এখনো। তবে করোনা ধকল কাটিয়ে এখন জেলা কমিটির সম্মেলন শুরু করছে আওয়ামী লীগ। জেলার পাশাপাশি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনও তদারক করবে কেন্দ্র।
গত বছর ডিসেম্বরে আওয়ামী লীগের ২১তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের আগে ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৩১টিতে সম্মেলন হয়। তাও সেগুলোর পূর্ণাঙ্গ কমিটি হয়নি দশ মাসেও। সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে চলছে এসব কমিটি। ৪৭টি জেলা কমিটির সম্মেলন এখনো বাকি।
করোনা পরিস্থিতির কারণে এগুলোর সম্মেলন করা যায়নি বলে দাবি করে কেন্দ্রীয় নেতারা বলছেন বাকি জেলাগুলোর সম্মেলন শিগগিরই শুরু হবে।
আওয়ামী লীগকে তৃণমূলে আরো শক্তিশালী করতে এবার জেলার পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত নজর দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব। ত্যাগী ও দুর্দিনের কর্মীদের জন্য দলে জায়গা নিশ্চিত করার কথাও জানান তারা।
কেন্দ্রীয় নেতারা বলছেন সুযোগ সন্ধানিরা যাতে দলে ভিড় করতে না পারে তা নিশ্চিত করতে তদারকি করা হচ্ছে।