ঢাকা ১৮ আসনে;উপনির্বাচনকে ঘিরে প্রচারণা জমে উঠেছে জয়ের ব্যাপারে আশাবাদী দু’দলের প্রার্থীই।
নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ করেই যাচ্ছেন বিএনপির প্রার্থী। তবে, জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী।
উত্তরার ৯ নম্বর সেক্টরে নিজ বাড়িতে অবস্থান করছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। প্রতিদিনই তার বাড়িতে ভিড় করছেন কর্মী সমর্থকরা। বার বার নির্বাচনি প্রচারে বাধা দেয়ার অভিযোগ বিএনপি মনোনীত এ প্রার্থীর।
এদিকে, সোমবার ৪৬ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান।
পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী দু’দলের নেতারাই।