»পথের ধারে জল-কাদায় মাছ ধরার উৎসব

পানিতে ডুবিয়ে ডুবিয়ে মাছ ধরছে,শিশুরা। কেউবা ছোট ছোট পেলা জালে এক সময় গ্রাম বাংলায় বর্ষা শেষে নিচু জমি খাল-বিলে পানি সেচে মাছ ধরা হতো। ।গ্রামে গ্রামে ছোট শিশু কিশোরদের মাছ ধরার দৃশ্য অতি পরিচিত।তবে এরকম মাছ ধরার সে দৃশ্য সচরাচর এখন আর চোখেও পড়ে না। রোদের তেজে নদ-নদীর পানি কমে যাবার সঙ্গে শুকিয়ে যেতে থাকে বর্ষার পানিতে ডুবে যাওয়া খেত, খাল-বিল। পানি শুকিয়ে গেলেও এসব স্থানে আটকা পড়ে নানা প্রজাতির দেশীয় মাছ। আর সে সময় কাদা পানিতে নেমে মাছ শিকার করে গ্রামের মানুষ। রোদে হাঁটু কাদা পানিতে মাছ ধরাটা খুব আনন্দের। বহুবছর ধরে এ ধারা চলে আসছে। কাঁদার মধ্যে মাছ খুঁজছে তারা।কালের বিবর্তণে এসকল উৎসব অনেকটাই হারিয়ে যাচ্ছে। একসময় বর্ষার পানি শুকিয়ে গেলে থালা, বাটি, মগ, বাল্টি দিয়ে পানি সেচে শুরু হয় মাছ ধরা। রীতিমতো আনন্দ উল্লাস করে লোকজন পুকুর-ডোবা, খাল-বিলের কাদার ভিতরে হাত ঢুকিয়ে তুলে আনে একের পর এক মাছ। পাওয়া যায় দেশী-বিদেশি প্রজাতির বিভিন্ন মাছ শোল, বাইম, বোয়াল, ফলি, টাকি, পুঁটি, খলসে, কৈ, মাগুর, সিং, ট্যাংরাসহ দেশি প্রজাতির বিভিন্ন মাছ।তবু কিছু কিছু গ্রামে এরকম মাছ ধরার দৃশ্য চোখে পড়ে এখনো