চট্টগ্রামে করোনা আক্রান্ত কমছে না ,করোনাকে তোয়াক্কা করছেন না কেউই।

 

 

নানা জটিলতার কারণে চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষার হার অর্ধেকে নেমে এসেছে। সরকারি এবং বেসরকারি সাতটি প্রতিষ্ঠানে প্রতিদিন দেড় হাজারের বেশি নমুনা পরীক্ষার ব্যবস্থার বিপরীতে এখন পরীক্ষা হচ্ছে মাত্র ৬শ থেকে ৭শ ।চট্টগ্রামে কমছে না করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৭৬৩টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে ৮০ জন। এর আগের দিনও ৮০ জন করোনা রোগী শনাক্ত হয়।স্বাস্থ্যবিধি! অস্তিত্ব শুধু কাগজে কলমে সরজমিন ঘুরে দেখা অফিস বাজার শপিংমল কোথাও তোয়াক্কা নেই নজরদারি নেই আইনশৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য বিভাগের আন্তঃজেলা রুটে পাশাপাশি সিটে যাত্রী বসিয়ে বাড়তি ভাড়ায় যাত্রী পরিবহন। বিভিন্ন অফিস থেকে রাস্তায় দেখা গেছে ৭০ ভাগের বেশি মানুষ স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কা করছেন না। মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার নেই । একই চিত্র গণপরিবহনের ক্ষেত্রেও। নিয়ম অনুযায়ী চালকসহ পরিবহন সংশ্লিষ্টদের মাস্ক পরা ও স্যানিটাইজার দিয়ে সব কিছু পরিচ্ছন্ন রাখা বাধ্যতামূলক। বাস্তবে এর বালাই নেই।বিশেষ করে বাজার ও আড়ত, বাস টার্মিনাল, মার্কেট-ফুটপাথের চিত্র দেখলে চোখ একেবারেই কপালে ওঠার মতো অবস্থা। এ তো গেল চট্টগ্রামের কথা। সারাদেশের চিত্র আরও ভয়াবহ।গ্রাম ও উপজেলা শহরগুলোতে স্বাস্থ্যবিধি কেউ মানেন না। করোনাকে তোয়াক্কা করছেন না কেউই। বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। করোনা বলে ছোঁয়াচে কোন প্রাণঘাতী রোগ আছে- তা মাঠের চিত্র দেখে বোঝার উপায় নেই। জনসচেতনতার অভাবে তরুণরা আরও বেপরোয়া। ফলে সংক্রমণের ঝুঁকি রয়েই গেছে।প্রশ্ন হলো কোভিড টেস্ট কমে গেছে। আক্রান্ত ও মৃত্যুর মিছিল আছেই। সরকারের পক্ষ থেকে সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা বহাল আছে। অফিস, দোকান, মার্কেটসহ শপিংমল খোলা ও বন্ধের নির্দেশনাও কার্যকর। গণপরিবহন চালুর নির্দেশনা আছে। সকলের মাস্ক পরা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে সরকার। কিন্তু কেউ কিছু মানছেন না। অর্থাৎ কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই! অথচ সরকারের সব পক্ষ থেকেই বার বার বলা হয়েছে, মাস্ক না পরলে জেল-জরিমানার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে দেশজুড়ে।

সিভিল সার্জন প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৫ নমুনা পরীক্ষায় ১৪ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২২৮ নমুনা পরীক্ষায় ২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২০৯টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৫৬টি নমুনা পরীক্ষায় ৩ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।
 
এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষায় ১৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১২টি নমুনা পরীক্ষায় ৩ জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
 
এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৯টি নমুনা পরীক্ষায় ২টি পজিটিভ হয়।
 
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩৮টি নমুনা পরীক্ষায় ৩ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
আক্রান্ত ৮০ জনের মধ্যে ৬৭ জন নগরের এবং ১৩ জন উপজেলার।নানা জটিলতায়