আমাদের সবার প্রিয় রোকসানা বন্যার শুভ জন্মদিন আজ, শুভেচ্ছা ও অভিনন্দন ❤️

আজ শুভ জন্মদিন তোমার রোকসানা বন্যা।❤️❤️
 রোকসানা বন্যার শুভ জন্মদিনে ভালোবাসা ও শুভ কামনা

একজন মানুষের জন্মদিন তার নিজের কাছে অত্যন্ত আনন্দময় একটি দিন। মানুষ হয়ে যেদিনে এই পৃথিবীতে জন্মেছি সে দিনটি যে আবেগময় হবে এটাই স্বাভাবিক। জন্মদিনটিকে আরও আনন্দময় করে তোলে আমাদের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এদের সকলের নিঃস্বার্থ ভালোবাসা ও শুভেচ্ছা।❤️

আগামীর সম্ভাবনায় তুমি এইদিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উচ্ছল। আজ শুভ জন্মদিন তোমার রোকসানা বন্যা।❤️

কারও জন্মদিনের শুভেচ্ছা জানানো আমাদের কাছে যেমন আনন্দের তেমনি কিছুটা বেদনারও বটে। আনন্দের কারন এই দিনেই সে পৃথিবীতে এসেছিলো। পরিবারের অনাবিল সুখ-শান্তি, সবার হাসিমুখ, কত স্মৃতি!!❤️

আর সে কারনেই মনের কোণে ইচ্ছেরা নাড়াচাড়া করে, মাথার ভিতরে আর হৃদয়ে-মননে। মনে হয় অন্তর থেকে প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। এতে যদি তার হাসিমাখা মুখ একটু হলেও দেখা যায় এটাই অনেক বড় প্রাপ্তি। সেখানে যার জন্মদিন তিনি একজন লেখক  হলেতো আর কথাই নেই।
 
আজ যার জন্মদিন তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় রোকসানা  বন্যা লেখক শিল্পী সংগঠক বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মী । আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।❤️
 
আগামীর প্রত্যেকটা দিনই তোমার উজ্জ্বল,সুন্দর ভবিষৎ কামনা করি।আরো আলোকিত হয়ে আলোকিত কর পৃথিবীটাকে। ভালো থেকো। সুখে থেকো সবসময়। শুভ জন্মদিন শুভ হোক অভিনন্দন শুভ কামনা❤️